কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, এর মধ্যে দিয়ে সন্ত্রাসবাদ ও পাকিস্তানের বিরুদ্ধে অনমনীয় মনোভাবের প্রতিফলন ঘটেছে।
এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপি সভাপতি বলেছেন, প্রধানমন্ত্রী ‘অপারেশন সিন্দুর’-এ ভারতীয় সশস্ত্রবাহিনীর শৌর্য-বীর্যের উল্লেখ করে আরো একবার পাকিস্তানকে সতর্ক করে দিয়েছেন। শ্রী মোদীর ভাষণে প্রশংসা করে তিনি বলেন, ভারত সারা বিশ্বে বুদ্ধের বাণী তুলে ধরেছে কিন্তু সেই শান্তির পথ শক্তির মধ্যে দিয়ে গেছে।
কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রগতিশীল ও শক্তিশালী ভারত, উন্নত দেশ হিসেবে দ্রুত আত্মপ্রকাশ করছে। দেশের প্রতিটি মানুষের সুরক্ষা, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং সরকার, সন্ত্রাসবাদকে সম্পূর্ণ নির্মূল করতে দায়বদ্ধ বলে শ্রীনাড্ডা তাঁর বার্তায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।