কেন্দ্রীয় ভারি শিল্পমন্ত্রী এইচ ডি কুমারাস্বামীর সভাপতিত্বে,আজ নতুন দিল্লিতে এক আন্তঃমন্ত্রক সমন্বয় বৈঠকে,পিএম ই-ড্রাইভ প্রকল্পের অধীনে,বৈদ্যুতিন যানবাহনের চার্জিং পরিকাঠামো বিষয়ে পর্যালোচনা এবং দ্রুত কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক,সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক এবং ভারী শিল্প মন্ত্রকের পদস্থ আধিকারিকরা।
উল্লেখ্য,জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করে ইভি-রেডি পরিমন্ডল গড়ে, পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে পিএম ই-ড্রাইভ প্রকল্প গ্রহণ করা হয়। এর জন্য দেশজুড়ে ২ হাজার কোটি টাকায়, প্রায় ৭২ হাজার ইভি চার্জিং স্টেশন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।