কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল বলেছেন যে, ভারতের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২০১৪ সালের ২৪৯ গিগাওয়াট থেকে দ্বিগুণ হয়ে ২০২৫ সালে ৫০০ গিগাওয়াটেরও বেশি হয়েছে। নতুনদিল্লিতে ভারত বিদ্যুৎ শীর্ষ সম্মেলন ২০২৬-এর প্রাকউদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, ভারত নির্ভরযোগ্যতা, সহজলভ্যতা এবং স্থিতিস্থাপকতার সংজ্ঞায় শক্তি প্রাচুর্যের এক নতুন যুগে প্রবেশ করেছে। ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী এবং উপভোক্তা দেশ বলে তিনি উল্লেখ করেন । পরিবেশ বান্ধব শক্তির অগ্রগতির ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশের জীবাশ্ম-বহির্ভূত জ্বালানি সক্ষমতা ২০১৪ সালের ৩২ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৫২ শতাংশে পৌঁছেছে, যা ভারতকে শক্তি রূপান্তরের ক্ষেত্রে বিশ্বে অগ্রগণ্যদের মধ্যে স্থান করে দিয়েছে।
ভারত বিদ্যুৎ শীর্ষ সম্মেলন ২০২৬,বিদ্যুৎ ক্ষেত্রের জন্য একটি আন্তর্জাতিক শিখর সম্মেলন ও প্রদর্শনী, যা ১৯ থেকে ২২শে মার্চ পর্যন্ত নতুনদিল্লির যশোভূমিতে অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এই সম্মেলনে নীতিনির্ধারক, শিল্পপতি, বিনিয়োগকারী এবং বিশেষজ্ঞরা একত্রিত হয়ে বিদ্যুতের সম্পূর্ণ মূল্য শৃঙ্খল নিয়ে আলোচনা করবেন। বিদ্যুৎ মন্ত্রী উল্লেখ করেন যে এই শীর্ষ সম্মেলন, ভারতের স্থানীয় শক্তির সঙ্গে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গীর সমন্বয়ে বিদ্যুতের ক্ষেত্রে একটি সুস্থায়ী ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।