December 6, 2025 9:13 PM

printer

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক  আয়োজিত একাদশ ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব – IISF- আজ হরিয়ানার পাঁচকুল্লার দশেরা ময়দানে শুরু হয়েছে।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক  আয়োজিত একাদশ ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব – IISF- আজ হরিয়ানার পাঁচকুল্লার দশেরা ময়দানে শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। তিনি বলেন, যুব সমাজকে শিক্ষিত করতে এবং বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন গবেষণার সাফল্য উদযাপনেই  এই উৎসবের আয়োজন করা হয়েছে।

এই উপলক্ষে, মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, তরুণ বিজ্ঞানীদের সঙ্গে তার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি বলেছেন যে ভারতের বিজ্ঞান ক্ষেত্রের প্রভূত অগ্রগতি হয়েছে। ভারতীয়দের জন্য যা বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক। তিনিঁ আরো বলেন,  ভারত বিজ্ঞানের ক্ষেত্রে স্বনির্ভর হয়ে উঠছে।

উল্লেখ্য এবারের উৎসবের মূল ভাবনা- স্বনির্ভর ভারতের জন্য ‘বিজ্ঞান থেকে সমৃদ্ধি।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।