কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীয়ূষ গোয়েল দুদিনের বেলজিয়াম সফরে ব্রাসেলসে যাচ্ছেন। তিনি সেখানে কার্যনির্বাহী উপরাষ্ট্রপতি ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য সংক্রান্ত ইউরোপীয় কমিশনার মারোস সেফকোভিকের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন।
ভারত -ইউ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে চলতি আলোচনা পর্বের মধ্যেই এই সফর।উভয় পক্ষই সার্বিক, ভারসাম্য পূর্ণ পারস্পরিক সুবিধা যুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জোরদার প্রচেষ্টা চালাচ্ছে।এই লক্ষ্যে গতি আনতে এ মাসের গোড়ার দিকে চতুর্দশতম বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রীর এই সফরে চুক্তি সম্পাদনের কৌশলগত দিকে নজর রাখার পাশাপাশি বৈঠকে রাজনৈতিক গুরুত্বের দিকটিও সমান তাৎপর্য লাভ করবে।
শ্রীগোয়েলের ব্রাসেলসে  কমিশনার সেফকোভিকের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ছাড়া উভয় নেতা নৈশভোজে মিলিত হবেন। এই সফরের মধ্যে দিয়ে পারস্পরিক লক্ষ্য পূরণ ও ভারত -ই ইউ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব মজবুত হবে বলে উভয় নেতা আশা প্রকাশ করেছেন।
		 
									 
		 
									 
									 
									