প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ২০২৪-২৫এর কেন্দ্রীয় বাজেট, বিকশিত ভারতের লক্ষ্যে সামগ্রিক বিকাশ, সমাজের সমস্ত স্তরের মানুষের উন্নয়ন এবং উন্নত ভারত গড়ার রাস্তা প্রশস্ত করবে। তিনি বলেন, সরকার কর্মসংস্থান ভিত্তিক উৎসাহ প্রকল্প ঘোষণা করেছে যার ফলে দেশে কয়েক কোটিনতুন চাকরির সুযোগ তৈরি হবে। কেন্দ্রীয় বাজেটের ওপর একটি ভিডিও মেসেজে তিনি বলেছেন এই বাজেট, নতুন সুযোগ ,নতুন শক্তি, নতুন কর্মসংস্থান এবং স্বনিযুক্তির সুযোগ নিয়ে আসবে। এই বাজেট বিকাশ হার ত্বরান্বিত করবে এবং দেশকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি অর্থমন্ত্রী নির্মলা এবং তার পুরো দলকে এই বাজেটের জন্য ধন্যবাদ জানান।প্রধানমন্ত্রী বলেন, বাজেটে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে সহজ শর্তে ঋণ দেওয়ার নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে, এতে মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষ উপকৃত হবেন। প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি বৃদ্ধির রেকর্ডের কথা উল্লেখ করে তিনি বলেন ,এবারের বাজেটে এই ক্ষেত্রকে আত্মনির্ভর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলাহয়েছে। ভারতের প্রতি বিশ্বের আকর্ষণ ক্রমবর্ধমান, ফলে পর্যটন শিল্পেও নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছে।
Site Admin | July 23, 2024 7:33 PM
কেন্দ্রীয় বাজেট, বিকশিত ভারতের লক্ষ্যে সামগ্রিক বিকাশ, সমাজের সমস্ত স্তরের মানুষের উন্নয়ন এবং উন্নত ভারত গড়ার রাস্তা প্রশস্ত করবে- প্রধানমন্ত্রী
