January 12, 2026 10:11 PM

printer

কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ বলেছেন, ভারতীয় তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস, উদ্ভাবনী ক্ষমতা এবং উচ্চাকাঙ্ক্ষা ভারতের নির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ বলেছেন, ভারতীয় তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস, উদ্ভাবনী ক্ষমতা এবং উচ্চাকাঙ্ক্ষা ভারতের নির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। নতুন দিল্লিতে ‘Viksit Bharat ka Sankalp aur Yuva’ শীর্ষক জাতীয় সম্মেলনে তিনি বলেন, শিক্ষাঙ্গন থেকে শুরু করে জাতি গঠন পর্যন্ত, দেশের যুবসমাজই বিকশিত ভারতকে শক্তি জোগাচ্ছে। জাতীয় যুব দিবস উপলক্ষে শ্রী সোনোয়াল বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ বর্তমান যুবসমাজকে অনুপ্রাণিত করে চলেছে। স্কিল ইন্ডিয়া এবং প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মতো কর্মসূচিগুলির কথা উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের প্রকল্প যুবকদের কর্মসংস্থান প্রদান করছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।