কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দিল্লির দুর্গাপূজায় বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে দেখা করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী মজুমদার বলেন, দিল্লিতে যেসব পুজো সংগঠন প্রধানমন্ত্রীর ছবি রাখবেন শুধুমাত্র তারাই সরকারি সুবিধাগুলো পাবেন বলে দিল্লির মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বলে তৃণমূল কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে। তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য পুরোপুরি অসত্য। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে তাঁর সুস্থতা ও মঙ্গল কামনা করার জন্য দুর্গা মূর্তির পাদদেশে প্রধানমন্ত্রীর ছবি রাখতে দিল্লির মুখ্যমন্ত্রী সবাইকে আবেদন জানিয়েছেন। এর মধ্যে যারা রাজনৈতিক দুরভিসন্ধি দেখছে তারা প্রকৃতপক্ষে নিকৃষ্ট মনের মানুষ বলে শ্রী মজুমদার দাবি করেন।
Site Admin | September 9, 2025 9:49 PM
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দিল্লির দুর্গাপূজায় বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে দেখা করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।
