কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক পর্ষদ সাধারণ মানুষকে জিএসটি হারের ব্যাপারে জল্পনা এড়িয়ে চলার আর্জি জানিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, জিএসটি কাউন্সিল এবিষয়ে সিদ্ধান্ত নেয়। যেখানে কেন্দ্র ও রাজ্য উভয় পক্ষই যুক্ত।
সিবিআইসি জানিয়েছে, আগাম জল্পনা থেকে ভিত্তিহীন গুজব ছড়ায়, যার ফলে বাজারে অস্থিরতা তৈরি হতে পারে। তাই সরকারি ঘোষণা না হওয়া পর্যন্ত সকলকে ধৈর্য ধরারও আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকের পরেই নতুন কর হারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।