কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব বলেছেন কংগ্রেস সহ কিছু রাজনৈতিক দল, আরাবল্লি পাহাড় নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করছে। এরা ইচ্ছা করেই সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করছে এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আকাশবাণী সংবাদকে তিনি আরও বলেন দেশবাসী বিরোধীদের এই অপপ্রচারে বিভ্রান্ত হবেন না ।
শ্রী যাদব বলেন, সুপ্রিম কোর্ট আরাবল্লী অঞ্চলে অবৈধ খনন কাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য রায় দিয়েছেন। আরাবল্লী পর্বতমালার কৌশলগত গুরুত্বর কথা উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চল গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের উল্লেখযোগ্য উৎস, যা দেশের অর্থনৈতিক ও শিল্প উন্নয়নে অপরিহার্য । তাই মোদী সরকার এর সংরক্ষণের জন্য অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন উন্নয়ন তখনই অর্থবহ হবে যখন সেটি সুস্থায়ী এক নীতির উপর ভিত্তি করে তৈরি হয়। যেহেতু পৃথিবীর সম্পদ সীমিত তাই যেকোনো প্রকল্প অনুমোদনের সময় তার সঙ্গে একটি সুস্পষ্ট পুনরুদ্ধার পরিকল্পনাও তৈরি করা হয়।