January 6, 2026 9:52 PM

printer

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ দিল্লি-এনসিআর অঞ্চলের বায়ুদূষণ রোধে রাজস্থান ও পাঞ্জাব সরকারের কর্মপরিকল্পনা পর্যালোচনার জন্য উচ্চপর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন

কেন্দ্রীয় পরিবেশবন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ দিল্লি-এনসিআর অঞ্চলের বায়ুদূষণ রোধে রাজস্থান ও পাঞ্জাব সরকারের কর্মপরিকল্পনা পর্যালোচনার জন্য উচ্চপর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন। এটি ছিল এ পর্যায়ের পঞ্চম বৈঠক। তিনি জানানই মাস থেকে প্রতি মাসে মন্ত্রী পর্যায়ে কর্মপরিকল্পনার পর্যালোচনা হবে।  রাজস্থানের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে গিয়ে শ্রী যাদব আলওয়ারভিওয়াড়িনীমরানা ও ভরতপুরে গণপরিবহনের ঘাটতি পূরণের নির্দেশ দেন। তিনি দ্রুত বৈদ্যুতিক বাস সংগ্রহ ও গাড়িতে চার্জ দেওয়ার পরিকাঠামো বাড়ানোর ওপর জোর দেন। পাশাপাশি জাতীয় সড়কে ট্রাকের অনিয়ন্ত্রিত পার্কিং সমস্যার সমাধানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাঞ্জাবের উপস্থাপনা পর্যালোচনায় তিনি শস্যের অবশিষ্টাংশ ব্যাবস্থাপনা যন্ত্রগুলিকে কার্যকর অবস্থায় রাখার গুরুত্ব তুলে ধরেন। পরিবেশ মন্ত্রী এ জন্য যন্ত্রের শংসাপত্রের মানদণ্ড তৈরি ও কৃষি মন্ত্রককে নতুন উদ্ভাবনী পদ্ধতি খুঁজে বের করার নির্দেশ দেনযাতে কার্যকরভাবে খড় পোড়ানো রোধ করা যায়।