কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, ভারত দ্রুত গতিসম্পন্ন বৃহৎ অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আবহাওয়া ক্ষেত্রে বিশ্বজনীন উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আজ নতুন দিল্লিতে পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় শ্রী যাদব সুস্থায়ী বিশ্ব নির্মাণের জন্য রূপরেখা তৈরি করার ওপর জোর দিয়েছেন। মন্ত্রী পরিবেশ নিরীক্ষা বিধি ২০২৫, গ্রিন ক্রেডিট কর্মসূচি এবং জাতীয় গুরুত্বপূর্ণ খনিজ মিশন, ২০২৫ – এই তিনটি প্রধান উদ্যোগের উল্লেখ ক’রে বলেন ভারতের জলবায়ু সংক্রান্ত নানাবিধ কর্মকাণ্ডে এই উদ্যোগগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।