কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই গতকাল বড় মাপের সাইবার ভিত্তিক আংশিক সময়ের কাজ ও বিনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে কর্ণাটক, তামিলনাড়ু ও কেরালার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অপারেশন চক্র ফাইভ নামে এই অভিযানে তিনজন গ্রেপ্তার হয়েছে।এই মামলায় অনলাইন স্কিম প্রতারণায় হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছেন। এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে অভিযুক্ত ও তার সঙ্গীরা দেশে বিশেষত ব্যাঙ্গালোরে ভুয়ো কোম্পানির নেটওয়ার্কের মাধ্যমে প্রতারণা চক্র চালাত। ডিজিটাল স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ভুয়ো একাউন্ট খুলে প্রতারিতদের নামে অর্থ সংগ্রহ করত।
Site Admin | October 15, 2025 11:40 AM
কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই গতকাল বড় মাপের সাইবার ভিত্তিক আংশিক সময়ের কাজ ও বিনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে কর্ণাটক, তামিলনাড়ু ও কেরালার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
