কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল বলেছেন গঙ্গার সংরক্ষণ শুধুমাত্র একটি পরিবেশগত উদ্যোগই নয় তা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত, এবং কোটি কোটি মানুষের জীবন প্রবাহ। গতকাল নতুন দিল্লিতে গঙ্গার পুনরুজ্জীবন সংক্রান্ত ষোড়শ টাস্কফোর্সের বৈঠকে তিনি এ কথা বলেন ।কেন্দ্রীয় মন্ত্রী জানান যে বিগত বছরগুলিতে টাস্কফোর্স ৮০ শতাংশ বিভিন্ন সমস্যার সমাধান সাফল্যের সঙ্গে করেছে ।এই সমস্ত কাজ গঙ্গাকে পুনর্জীবিত করার ক্ষেত্রে একটি ভিত্তি তৈরি করেছে। উত্তরপ্রদেশ ও বিহারের জলাভূমিগুলি কি অবস্থায় রয়েছে তার পর্যালোচনা এই বিশেষ টাস্কফোর্স গুরুত্ব দিয়ে করছে ।উল্লেখ্য এরমধ্যে উত্তরপ্রদেশে ২৮২ টি ও বিহারে ৩৮৭ টি জলাভূমির মূল্যায়ন করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।এর মধ্যে উত্তরপ্রদেশ ও বিহারে যথাক্রমে ৪০ ও ১৯ টি জলাভূমিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই ৫৯ টি জলাভূমিকে আইনী রক্ষা দেওয়ার ব্যাপারে দ্রুত বিজ্ঞপ্তি জারি করার জন্য রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছেন তিনি।এর পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ পরিকাঠামো আরও মজবুত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
Site Admin | September 30, 2025 10:14 AM
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল বলেছেন গঙ্গার সংরক্ষণ শুধুমাত্র একটি পরিবেশগত উদ্যোগই নয় তা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত, এবং কোটি কোটি মানুষের জীবন প্রবাহ।
