মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 31, 2025 7:52 AM

printer

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, দশ হাজার কৃষি পণ্য উৎপাদন সংগঠন (FPO) প্রতিষ্ঠিত হয়েছে

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন দেশে এখন পর্যন্ত দশ হাজার কৃষি পণ্য উৎপাদন সংগঠন (FPO) প্রতিষ্ঠিত হয়েছে এবং কিছু FPO-এর লেনদেন ১০০ কোটি টাকায় পৌঁছেছে। নতুন দিল্লিতে গতকাল দুই দিনের FPO সমাগম ২০২৫-এ শ্রী চৌহান জানান যে এক হাজার একশ FPO এখন কোটিপতি হয়ে উঠেছে। তিনি বলেন যে এই সংগঠনের ফলে ৫২ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন এবং সরকার এই উদ্যোগের মাধ্যমে দুই কোটি কৃষকের কাছে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করছে।

উল্লেখ্য গতকালের অনুষ্ঠানে দেশের ২৪টি রাজ্য এবং ১৪০টি জেলার ৫০০ জনেরও বেশি কৃষক, কৃষক পণ্য উৎপাদন সংগঠন FPO, তাদের বাস্তবায়নকারী সংস্থা এবং ক্লাস্টার-ভিত্তিক ব্যবসায়িক সংগঠন অংশগ্রহণ করেছে।