কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজরাজ সিং চৌহান আজ পাঞ্জাবের বন্যা কবলিত এলাকাগুলির পরিস্থিতি পর্যালোচনা করবেন। অমৃতসর, গুরুদাসপুর এবং কাপুরথালার ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রাম পরিদর্শন করার পাশাপাশি তিনি এই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গেও দেখা করবেন।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। কেন্দ্রীয় সরকার পাঞ্জাবের পাশে আছে বলে মন্তব্য করেন তিনি।
Site Admin | September 4, 2025 10:21 AM
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজরাজ সিং চৌহান আজ পাঞ্জাবের বন্যা কবলিত এলাকাগুলির পরিস্থিতি পর্যালোচনা করবেন।
