কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ জোর দিয়ে বলেছেন , কৃষকদের ব্যবহৃত সার আসল নাকি নকল, তা নির্ধারণের জন্য বৈজ্ঞানিক প্রযুক্তি ও সরঞ্জামের ব্যবহারের দিকটি বিবেচনা করা উচিত। নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR)-এর ৯৬তম বার্ষিক সাধারণ সভায় ভাষণ দেওয়ার সময় শ্রী চৌহান কৃষি ক্ষেত্রে উদ্ভাবন, দীর্ঘস্থায়ী উন্নয়ন এবং কৃষক কল্যাণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা করেন। দেশগঠনে কৃষকদের অবদানের প্রশংসা করে মন্ত্রী বলেন, এখন থেকে গবেষনা শুধুমাত্র গবেষনাগারে সীমাবদ্ধ থাকবে ন, তা হবে চাষের জমিতেও। বিশ্বের বৃহত্তম খাদ্য ভান্ডার হয়ে উঠতে ভারতকে কেউ আটকাতে পারবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।