কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান উল্লেখ করেছেন, সাম্প্রতিক বিকশিত কৃষি সংকল্প অভিযান দেশব্যাপী কৃষি গবেষণা, সম্প্রসারণ এবং উন্নয়নের এক অভূতপূর্ব সমন্বয়কে চিহ্নিত করেছে। দেশজুড়ে ১ লক্ষ ৪৩ হাজার গ্রামের ১৩ কোটি চল্লিশ লক্ষ কৃষককে এই উদ্যোগে সরাসরি যুক্ত করা গেছে। আজ নতুনদিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রী চৌহান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নত ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে এই উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ। এর ফলে দেশের কৃষিক্ষেত্র উন্নত হয়েছে এবং এবং কৃষকরা লাভবান হয়েছেন। বিকশিত কৃষি সংকল্প অভিযানের আওতায় ৬০ হাজারেরও বেশি কর্মসূচি পালন করা হয়েছে, বিশেষ করে উপজাতি জেলাগুলিতে এর গভীর প্রভাব পড়েছে। তিনি কৃষকদের সবরকমের সহজোগিতার আশ্বাস দিয়েছেন। শ্রী চৌহান আরও জোর দিয়ে বলেন, সরকারের প্রাথমিক লক্ষ্য হল কৃষকদের আয় বৃদ্ধি করা এবং ভারতকে বিশ্বের খাদ্যভাণ্ডারে পরিণত করা।
Site Admin | June 18, 2025 7:05 PM
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান উল্লেখ করেছেন, সাম্প্রতিক বিকশিত কৃষি সংকল্প অভিযান দেশব্যাপী কৃষি গবেষণা, সম্প্রসারণ এবং উন্নয়নের এক অভূতপূর্ব সমন্বয়কে চিহ্নিত করেছে।
