কেন্দ্রীয় কর্মী,জন-অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং আগামীকাল নতুন দিল্লীতে গোটাদেশ জুড়ে চতুর্থ ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রচারের সূচনা করবেন। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে,এক মাস ব্যাপী এই প্রচার কর্মসূচি রূপায়ণে ২হাজার ৫শো শিবির গঠন করা হচ্ছে। এই প্রচারের মূল লক্ষ্য হলো পেনশন প্রাপকদের ফেস রিকগনেশন প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল ক্ষমতায়ন। সমস্ত পেনশনভোগী বিশেষত অতি প্রবীন পেনশন ভোগীদের,ডিজিটাল মাধ্যমে সহজ পদ্ধতিতে লাইফ সার্টিফিকেট প্রদান এই পদ্ধতিতে সম্ভব হবে।
Site Admin | November 4, 2025 9:37 PM
কেন্দ্রীয় কর্মী,জন-অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং আগামীকাল নতুন দিল্লীতে গোটাদেশ জুড়ে চতুর্থ ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রচারের সূচনা করবেন।