December 9, 2025 9:11 PM

printer

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, দেশের NPA 2014 এর তুলনায় বেশ কিছুটা কমেছে

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, দেশের Non Performing Asset -NPA অর্থাৎ অ-কার্যকরী সম্পদ 2014 এর তুলনায় বেশ কিছুটা কমেছে। রাজ্যসভায় প্রশ্নোত্তর ঘন্টায় মন্ত্রী জানান, সরকারের শক্তিশালী নীতি নির্ধারণের ফলেই NPA ৪.৯৭ শতাংশ থেকে কমে ২.৩০ শতাংশে পৌঁছেছে।

অ-কার্যকরী সম্পদ উদ্ধারের পরিমাণ২০২৫ ২৬ অর্থ বর্ষে ৪৭.৮৫ শতাংশ। সরকার কোন বড় সংস্থার ঋণ মুকুব করেনি বলেও তিনি স্পষ্ট জানান, এ ব্যাপারে RBI এর নীতি নির্দেশিকা মেনেই কাজ হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।