কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এনবিএফসিগুলিকে তাদের পরিষেবা দেবার মূল নীতিতে প্রশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহক সুরক্ষাকে যুক্ত করার পরামরশ দিয়েছেন।
নতুনদিল্লিতে এনবিএফসি সিম্পোজিয়াম ২০২৫-এ অর্থমন্ত্রী বলেন, এই মডেল শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ঝুঁকি ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিতে হবে। এনবিএফসির মৌলিক বিষয়গুলি শক্তিশালী মুলধনের ভাণ্ডার, সুদের হার এবং আয় বৃদ্ধির সঙ্গে যুক্ত। মহামারীর পর সম্পদ সুস্থায়ীভাবে পুনরুদ্ধার হয়েছে, এনবিএফসি খাতের মোট অনুতপাদক সম্পদ ২০২১ সালের মার্চ মাসে ৬.৪ শতাংশ থেকে ক্রমাগত হ্রাস পেয়ে এই বছরের মার্চ মাসে ৩ শতাংশে পৌঁছেছে।