কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস- NIMHANS-কে জাতীয় উৎকর্ষ কেন্দ্র হিসেবে উল্লেখ করে মানসিক স্বাস্থ্য ও স্নায়ুবিজ্ঞান উন্নয়নে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
শ্রীমতী সীতারামন NIMHANS এর উত্তর বেঙ্গালুরু ক্যাম্পাসে ৪০ একর জমিতে ৪৯৮ কোটি টাকা ব্যয়ে ৩০০ শয্যার ট্রমা কেয়ার হাসপাতাল এবং কেন্দ্রীয় ক্যাম্পাসে ৪৪০ কোটি টাকার চারতলা বিশিষ্ট ওপিডি কমপ্লেক্স নির্মানের জন্য কেন্দ্রের অনুমোদনের কথা ঘোষণা করেন । নতুন কমপ্লেক্সে ৫৯০টি ক্লিনিক থাকবে এবং প্রতিদিন ৫ হাজারেরও বেশি রোগীকে পরিষেবা দেওয়া যাবে।
অর্থমন্ত্রী আজ ভার্চুয়ালি NIMHANS -এর ২৮তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন। অনুষ্ঠানে কর্ণাটকের চিকিৎসা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ড. শরণপ্রকাশ টি. পাটিল বলেন, মাইসোর ও কালবুরগিতে NIMHANS -এর আদলে দুটি কেন্দ্র স্থাপনে রাজ্য সরকার প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। সমাবর্তনে NIMHANS -এর পরিচালক ড. প্রতিমা মূর্তি স্বাগত ভাষণ দেন। এদিন ২৫১ জন শিক্ষার্থীকে ডিগ্রি ও শংসাপত্র এবং ২৮ জন কৃতী শিক্ষার্থীকে উৎকর্ষ পুরস্কার প্রদান করা হয়।