মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 18, 2025 8:46 AM

printer

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ‘পরবর্তী প্রজন্মের GST সংস্কার কমিটি’র অনুষ্ঠানে  যোগ দিতে আজ কলকাতা আসছেন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ‘পরবর্তী প্রজন্মের GST সংস্কার কমিটি’র অনুষ্ঠানে  যোগ দিতে আজ কলকাতা আসছেন। জাতীয় গ্রন্থাগারের ভাষাভবনে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সন্ধ্যাতেই দিল্লি ফিরে যাবেন তিনি। ৫৬- তম GST কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পণ্য ও পরিষেবা কর হারে পরিবর্তনের কথা ঘোষণা করেন। তারপর এই প্রথম তাঁর কলকাতা সফর। আগামী ২২ তারিখ থেকে কোর কাঠামোয় নতুন এই হার কার্যকর হতে চলেছে।   

  এদিকে,  ভারত চেম্বার অফ কমার্সের ১২৫-তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আজ  সকালে প্রতিষ্ঠানের কার্যালয়ে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্থ নাগেশ্বরান। সেখান থেকে  তিনি ‘মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র একটি সম্মেলনে যোগ দেবেন। পরে তাঁর ক্যালকাটা চেম্বার অফ কমার্সের ১৯৪-তম বার্ষিক সাধারণ সভায় অংশ নেওয়ার কথা।