মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 3, 2025 9:54 AM

printer

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পৌরহিত্যে নতুন দিল্লিতে আজ থেকে জিএসটি পরিষদের ৫৬তমবৈঠক শুরু হচ্ছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পৌরহিত্যে নতুন দিল্লিতে আজ থেকে জিএসটি পরিষদের ৫৬তমবৈঠক শুরু হচ্ছে। দু’দিনের এই বৈঠকে কর হারে সমতা এবং নীতি নির্দেশিকার সরলীকরণ সহ ভারতের পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার নিয়ে পরিষদে আলোচনা  হবে বলে মনে করা হচ্ছে।

এরআগে, প্রধানমন্ত্রী  নরেন্দ্রমোদী   এবছর স্বাধীনতা দিবসের ভাষণে  পণ্য ও পরিষেবা কর কীভাবে দেশকে উপকৃত করেছে তার ওপর আলোকপাত করেন।   সাধারণমানুষ,   কৃষক, মধ্যবিত্তশ্রেণী এবং এমএসএমই ক্ষেত্রকে স্বস্তি দিতে শ্রীমোদী, জিএসটি-র আওতায় পরবর্তী প্রজন্মের সংস্কারের গুরুত্বের উপর জোর দেন। দীপাবলিতে প্রয়োজনীয় পণ্যগুলির উপর কর হ্রাস করে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের সূচনা করা হবে। এর ফলে স্থানীয় বিক্রেতা এবং ক্রেতাদের খানিকটা সুরাহা মিলবে।

উল্লেখ্য, আত্মনির্ভর ভারত গড়তে কেন্দ্রীয় সরকার গত মাসে বৈঠকে জিএসটিতে উল্লেখযোগ্য সংস্কারের প্রস্তাব দিয়েছে।