কেন্দ্রিয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ অযোধ্যায় ঐতিহাসিক বৃহস্পতি কুন্ডের উদ্বোধন করবেন। আজ বিকেলে এই অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপস্থিত থাকবেন। বেদ পুরাণ ও উপনিষদে অযোধ্যার এই বিখ্যাত সরবোর টির উল্লেখ রয়েছে । প্রায় সাড়ে ৪কোটি টাকা ব্যয়ে দেড় মাসের চেষ্টায় এই বিখ্যাত কুনডটির সংস্কার করা হয়েছে। দক্ষিণ ভারতে ভক্তি সঙ্গীতের বিখ্যাত ব্যক্তিত্ব ত্যাগ্ রাজা স্বামীগল পুরন্দর দাস্যা এবং অরুণাচল কবির তিনটি মুর্তি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। বারানসির পর দক্বিষিণ ভরতের খ্যাত তীর্থ ক্ষেত্র হিসাবে অযোধ্যা সাংস্কৃতিক বিচিত্রে এই কুন্দ টি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আগামীকাল সকালে পুজো দেবেন।
Site Admin | October 8, 2025 12:15 PM
কেন্দ্রিয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ অযোধ্যায় ঐতিহাসিক বৃহস্পতি কুন্ডের উদ্বোধন করবেন