December 13, 2025 11:44 AM

printer

কেনিয়ার নাইরোবিতে গতকাল রাষ্ট্র সংঘের পরিবেশ সভার সপ্তম অধিবেশনে দাবানল এড়াতে বিশ্বমানের ব্যবস্থাপনা সুদৃঢ় করতে ভারত তার সমাধান নীতি পেশ করেছে

কেনিয়ার নাইরোবিতে গতকাল রাষ্ট্র সংঘের পরিবেশ সভার সপ্তম অধিবেশনে দাবানল এড়াতে বিশ্বমানের ব্যবস্থাপনা সুদৃঢ় করতে ভারত তার সমাধান নীতি পেশ করেছে। বিশ্ব জুড়ে দাবানলের সমস্যা সমাধান করতে ভারতের সমাধান রাষ্ট্রসংঘের সদস্যদেশগুলোর পক্ষ থেকে সমর্থন পাওয়া গেছে। পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বে পরিবেশের জন্য অন্যতম সমস্যা এই দাবানল। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই সমস্যা সমাধানের রাস্তা বের করা সম্ভব হবে। রাষ্ট্রসভার পরিবেশ কর্মসূচীর গ্লোবাল রিপোর্টে বলা হয়েছে, দাবানলের ঘটনা ২০৩০ সালের মধ্যে ১৪ শতাংশ বৃদ্ধি পাবে। ২০৫০ সালে তা ৩০ শতাংশে ও ২১০০ সালে ৫০ শতাংশে পৌঁছবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।