কৃষ্ণ-কংস পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে ওড়িশার বরগড়ে আজ সূচনা হবে জনপ্রিয় ধনু যাত্রার। ১১ দিনের মহাকাব্যিক মুক্ত মঞ্চ থিয়েটার উৎসবটি ওড়িশার একটি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্বের বৃহত্তম মুক্ত মঞ্চ থিয়েটার হিসাবে স্বীকৃত এই ধনু যাত্রায় বরগড় শহরটি একটি জীবন্ত মঞ্চে পরিণত হয়। প্রচলিত থিয়েটারের বিপরীতে, অভিনেতা এবং দর্শকদের মধ্যে সীমানা মুছে দিয়ে এলাকার রাস্তাঘাট, প্রাসাদ এবং উঠোনগুলি অভিনয়ের মঞ্চ হয়ে ওঠে। এমনকি ‘রঙ্গমহল’ এবং নন্দ রাজার দরবার, ভগবান কৃষ্ণের জীবনের বিভিন্ন পর্বও ফুটে ওঠে বরগড় শহরের রাস্তায়।
উল্লেখ্য ইতিমধ্যেই ওড়িশা এবং তার বাইরেও হাজার হাজার দর্শনার্থী বর্ণাঢ্য এই ধনু যাত্রা দেখতে বরগড়ে জড়ো হয়েছেন।