কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে একটি উচ্চ পর্যায়ে বৈঠকে প্রধান মন্ত্রী শস্য বীমায় ন্যূনতম ফেরত নিয়ে কৃষকদের অভিযোগ শোনেন। বৈঠকে তিনি মহারাষ্ট্রের কিছু কৃষকদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেন। শস্য বীমার আয়তায় অনেক চাষি অত্যন্ত কম পরিমাণের মূল্য যেমন এক টাকা, তিন টাকা, পাঁচ টাকা ও ২১ টাকা পেয়েছেন। এই প্রক্রিয়া খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন শ্রী চৌহান। সরকারি বিধি মেনে কৃষকের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারেও আশ্বাস দেন তিনি।
Site Admin | November 3, 2025 10:11 PM
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে একটি উচ্চ পর্যায়ে বৈঠকে প্রধান মন্ত্রী শস্য বীমায় ন্যূনতম ফেরত নিয়ে কৃষকদের অভিযোগ শোনেন।