কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান, দেশে উন্নত মানের কৃষি শিক্ষা সুনিশ্চিত করতে অবিলম্বে শূন্যপদ পূরণ করার জন্য ভারতীয় কৃষি গবেষনা পরিষদ আই সি এ আরকে বলেছে। নতুন দিল্লীতে আজ জাতীয় কৃষি পড়ুয়াদের সম্মেলনে শ্রী চৌহান বলেন, কৃষি শিক্ষার অধীনে পড়াশোনা নির্বিঘ্নে এগিয়ে নিয়ে যেতে এবং দ্রুত শূন্যপদ পূরণে তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠাবেন। কথা বলবেন রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গেও। জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সঙ্গতি রেখে উন্নত মানের কৃষি শিক্ষার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। কৃষক এবং কৃষি ক্ষেত্রের দেশকে রূপান্তরের ক্ষমতা আছে বলেও উল্লেখ করেন শ্রী চৌহ্বান।
Site Admin | October 27, 2025 9:41 PM
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান, দেশে উন্নত মানের কৃষি শিক্ষা সুনিশ্চিত করতে অবিলম্বে শূন্যপদ পূরণ করার জন্য ভারতীয় কৃষি গবেষনা পরিষদ আই সি এ আরকে বলেছে