কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য এবং ICAR প্রতিষ্ঠানগুলির পরিচালকদের বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনের থিম হল ‘Convergence for Action: Shaping Agricultural Research, Education and Extension for Viksit Bharat at 2047’। শ্রী চৌহান ভারতের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য জাতীয় কৃষি গবেষণা ব্যবস্থা (এনএআরএস) পুনঃপরিকল্পনা সম্পর্কিত একটি উচ্চ-স্তরের বৈঠকের সভাপতিত্ব করবেন।
Site Admin | May 20, 2025 8:41 AM
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য এবং ICAR প্রতিষ্ঠানগুলির পরিচালকদের বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন।
