মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 25, 2025 8:43 AM

printer

কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত কৃষি সংকল্প অভিযান আগামী ২৯ শে মে ওড়িশার পুরী থেকে সূচনা হবে।

কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত কৃষি সংকল্প অভিযান আগামী ২৯ শে মে ওড়িশার পুরী থেকে সূচনা হবে। দেশজোড়া এই প্রচারাভিযানে এক দল বিজ্ঞানী দেশের ৭০০ টি জেলার গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলবেন। গতকাল নতুন দিল্লীতে কৃষি বিজ্ঞানীদের এক সম্মেলনে শ্রী চৌহান বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রচারাভিযানে ৭৩১ টি কৃষি বিজ্ঞান কেন্দ্র, ১১৩ টি কৃষি গবেষণা প্রতিষ্ঠান, রাজ্য স্তরে দপ্তর এবং কৃষি উদ্যানপালন, পশুপালন, মৎস্য ইত্যাদি দপ্তরের আধিকারিকরাও এই প্রচারাভিযানে যোগ দেবেন। শ্রী চৌহান বলেন, স্বাধীনতার পর এই প্রথম কোনো সরকার সরাসরি কৃষকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার উদ্যোগ নিল।