মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 29, 2025 6:39 PM

printer

কৃত্রিম উপগ্রহগুলির ইলেক্ট্রিক প্রোপালশন সিসটেমের সংযুক্তিকরণের জন্য ৩০০ Milli Newton Stationary Plasma Thruster-এ ১০০০ ঘণ্টার লাইফ টেস্ট সাফল্যের সঙ্গে সম্পন্ন করার কথা ঘোষণা করেছে ভারতীয় মহকাশ গবেষণা সংস্থা-ISRO।

কৃত্রিম উপগ্রহগুলির ইলেক্ট্রিক প্রোপালশন সিসটেমের সংযুক্তিকরণের জন্য ৩০০ Milli Newton Stationary Plasma Thruster-এ ১০০০ ঘণ্টার লাইফ টেস্ট সাফল্যের সঙ্গে সম্পন্ন করার কথা ঘোষণা করেছে ভারতীয় মহকাশ গবেষণা সংস্থা-ISRO। ISRO জানিয়েছে, এই পরীক্ষা ৫.৪ কিলোওয়াটের ফুল পাওয়ার ব্যাবস্থাপনা করা হয়েছে। মহাকাশে বিদ্যমান শূন্য অবস্থা পরিস্থিতির সৃষ্টি করে এই পরীক্ষা করা হয় এবং পর্যায়ক্রমে electrode liner-গুলির ক্ষয় নজরে রাখা হচ্ছে। কৃত্রিম উপগ্রহের ছায়াপথ ব্যাবস্থাপনায় এই তথ্যগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ISRO জানিয়েছে।

ISRO আগামী দিনে কৃত্রিম উপগ্রহগুলিতে chemical propulsion system-এর বদলে electric propulsion system-এর ব্যাবহার করবে। ভবিষ্যতে communication satellite-গুলির transponder বহনের ক্ষমতা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।