মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 14, 2024 8:38 AM

printer

কুস্তিগির ভিনেশ ফোগাটের মামলার রায়দান আবারো পিছিয়ে গেছে।

ক্রীড়া বিষয়ক সালিশি আদালত, দা কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস  ভিনেশ ফোঘাটের এর মামলায় রায়দান আবারো পিছিয়ে দিয়েছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, IOA, গতকাল এক বিবৃতিতে জানিয়েছে ১৬ই আগস্ট এই রায় ঘোষণা করা হতে পারে। এর আগে আদালত রবিবারের আগে এই রায় ঘোষণা হতে পারে বলে আশা প্রকাশ করেছিল। পরে, তা পিছিয়ে ১৩ই আগস্ট করা হতে পারে বলে জানানো হয়েছিল।

IOA বলেছে সালিশি আদালত এর এড হক ডিভিশনের প্রেসিডেন্ট ডঃ এনাবেল বেনেট কে এই মামলায় বিচারক বা আরবি ট্রেটার হিসেবে রায় ঘোষণার মেয়াদ শুক্রবার ভারতীয় সময়ের সকাল সাড়ে নটা পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছেন।