কুমিল্লার মুরাদনগরে এক মহিলাকে নির্যাতন ও ধর্ষন করার ঘটনায় বাংলাদেশের মানবাধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছে। একটি মানবাধিকার সংগঠন, আইন ও সালিশ কেন্দ্র ASK রবিবার একটি বিবৃতি জারি করে ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং নির্যাতিতার দ্রুত, নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছে। ওই সংস্থা জানিয়েছে যে এই অপরাধ কেবল একটি ভয়াবহ হিংস্রতার উদাহরণ নয় বরং হিন্দু ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মহিলার উপর প্রকাশ্যে ইচ্ছাকৃত আক্রমণ এবং ঘৃণার প্রকাশ। সংস্থা আরো জানিয়েছে যে এই অপরাধ কেবল একজন ব্যক্তির কর্মকাণ্ডের ফলাফল নয় বরং রাষ্ট্রের উদাসীনতা, দীর্ঘস্থায়ী দায়মুক্তির সংস্কৃতি এবং প্রভাবশালী অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগে ব্যর্থতার প্রতিফলন।
যদি একজন মহিলা তার নিজের বাড়িতে এবং পরিচয়ে নিরাপদ না থাকতে পারেন সেক্ষেত্রে এটি রাষ্ট্রের গুরুতর ব্যর্থতা এবং নিরাপত্তার অবনতি প্রমাণ করে বলে ASK জানিয়েছে।