November 11, 2024 12:04 PM

printer

কিউবার পূর্ব প্রান্তে গতরাতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

 কিউবার পূর্ব প্রান্তে গতরাতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে তীব্রতা ছিলো ৬.৮। জোরালো কম্পনে সান্তিয়াগো ডি কিউবা এবং সংলগ্ন এলাকায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিউবার দক্ষিন-পূর্ব উপকূলের গ্রানমা প্রদেশে এর কেন্দ্র ছিল বলে খবর। রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ-কানেল বলেছেন সরকার জীবন রক্ষাকেই অগ্রাধিকার দিচ্ছে। আপতকালীন পরিষেবা দল উদ্ধারকাজে পাঠানো হয়েছে।   

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।