কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই-এ শহীদ সেনা জওয়ান নদীয়ার তেহট্টর পাথরঘাটার বাসিন্দা ঝন্টু আলি শেখ-এর মরদেহ গতরাতে দমদম বিমান বন্দরে নিয়ে আসা হয়। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের সামরিক বেস হাসপাতালে। আজ সেখান থেকে নিয়ে যাওয়া হবে তাঁর পাথরঘাটা বাড়িতে।
সেখানে পশ্চিমপাড়ার ঈদগায় জনগণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ শায়িত রাখা হবে। পরে পাথরঘাটার কারবালা ময়দানে ঝন্টু আলির দেহ সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে, কলকাতা নিয়ে আসার আগে গতকাল জম্মু সেনা হাসপাতালে শেষ শ্রদ্ধা জানানো হয় ঝন্টু শেখ-কে। গানস্যালুটের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সেনা বাহিনীর কর্মী ও আধিকারিকরা।
উল্লেখ্য ৬ নম্বর প্যারাস্যুট রেজিমেন্টের বিশেষ বাহিনীর সদস্য ঝন্টু ২০০৮-এ সামরিক বাহিনীতে যোগ দেন। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের সময় তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাস্হলেই প্রাণ হারান তিনি।