রাজ্য প্রশাসনের অনুরোধে কালী প্রতিমা নিরঞ্জনের জন্য আজ থেকে ২৩ অক্টোবর পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করছে। এই সময় শিয়ালদা –বিবাদী বাগ এবং বিবাদী বাগ – বারুইপুর লোকাল বাতিল থাকছে। বারাসাত – মাঝেরহাট, দত্তপুকুর – মাঝেরহাট এবং নৈহাটি – বালিগঞ্জ লোকাল কলকাতা স্টেশনে যাত্রা শেষ করবে। ওই স্টেশনে থেকেই যাত্রা শুরু করবে মাঝেরহাট – হাবড়া এবং মাঝেরহাট – বারাসাত লোকাল। নৈহাটি – মাঝেরহাট লোকাল ঘুরপথে চলবে। হাবড়া – মাঝের হাট লোকাল কাঁকুড়গাছি রোড জংশন- বালিগঞ্জ হয়ে মাঝেরহাট স্টেশনে যাবে।
মাঝেরহাট – দত্তপুকুর গ্যালপিং লোকাল বালিগঞ্জ স্টেশন থেকে ছাড়বে এবং বালিগঞ্জ – কাঁকুড়গাছি রোড হয়ে চলবে।
 
									 
		 
									 
									 
									