কালি পুজো উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল, মঙ্গল ও বুধবার রাতে শহরতলীর বিভিন্ন শাখায় বিশেষ ট্রেন পরিষেবা দেবে। যেসব শাখায় রাত্রিকালীন এই বিশেষ পরিষেবা দেওয়া হবে সেগুলি হল শিয়ালদা – ডানকুনি, শিয়ালদা – বারাসাত, বনগাঁ – বারাসাত, শিয়ালদা – রানাঘাট, এবং শিয়ালদা – বারুইপুর।
এর পাশাপাশি রাজ্য সরকারের অনুরোধে আগামী ২০ থেকে ২৪শে অক্টোবর নৈহাটি স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে দুপুর ১ টা থেকে রাত ১২ টা পর্যন্ত কোন ট্রেন চলাচল করবে না। সংশ্লিষ্ট ট্রেনগুলি এর পরিবর্তে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে চলাচল করবে।