কালিম্পং এ বৃষ্টির জেরে ধস নেমে আজ সকাল থেকে দশ নং জাতীয় সড়ক বন্ধ। পুলিশ জানিয়েছে, কালিম্পং এর কালিঝোড়ার কাছে ভাসুয়াতে সকালে পাহাড়ের ওপর থেকে বিশাল আকারের পাথর পড়ে। এ জন্যে সব গাড়ি লাভা হয়ে শিলিগুড়িতে যাতায়াত করছে। আর একটি রাস্তা দিয়ে দার্জিলিং হয়ে শিলিগুড়িতে যাতায়াত চলেছে। পাথরটি সরানোর চেষ্টা চালানো হচ্ছে।
Site Admin | August 30, 2025 12:00 PM
কালিম্পং-এ বৃষ্টির জেরে ধস নেমে আজ সকাল থেকে দশ নং জাতীয় সড়ক বন্ধ
