কানাডা সরকার, টরেন্টোয় ভারতীয় দূতাবাসের বাইরে কয়েকজন ভারত বিরোধীর উগ্র-বিক্ষোভ প্রদর্শনের ঘটনার কড়া নিন্দা করেছে। ওই বিক্ষোভ চলার সময় দুটি ছবি তুলে ধরা হয়েছিল, তাতে দেখা গিয়েছে দুই ব্যক্তি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের ছবিতে গুলি করছে।কানাডার সরকারি সূত্রে বলা হয়েছে, এই ঘটনা গণতন্ত্রের পক্ষে আশঙ্কাজনক। বিক্ষোভের আয়োজক ছিল খালিস্তানপন্থী শিখ উগ্রপন্থী সংগঠন। বিক্ষোভের সময় খালিস্তানি পতাকাও দেখা গিয়েছে।ওই উগ্রপন্থী সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শ্রীমতী আনন্দ ভারতের পক্ষ নিয়েছেন। কানাডার ভারত-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক প্রকল্পকে শক্তিশালী করার স্বার্থে, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে তিনি সম্প্রতি ভারত সফর করেছিলেন।এই নিয়ে খালিস্তানিদের প্রবল আপত্তি ওই বিক্ষোভে তুলে ধরা হয়েছে। সে দেশের অভ্যন্তরীণ উন্নয়নমন্ত্রী রণদীপ এস সরাই বলেছেন, এই ধরনের গণতন্ত্রবিরোধী কার্যক্রমের কানাডায় কোনও স্থান নেই।
Site Admin | November 2, 2025 1:46 PM
কানাডা সরকার, টরেন্টোয় ভারতীয় দূতাবাসের বাইরে কয়েকজন ভারত বিরোধীর উগ্র-বিক্ষোভ প্রদর্শনের ঘটনার কড়া নিন্দা করেছে