কানাডায় ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর, Bank of Canada-র প্রাক্তন গভর্নর মার্ক কার্নি পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। আগামী কয়েকদিনের মধ্যে তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন। জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হবেন তিনি। শ্রী ট্রুডো জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা করেন। শ্রী কার্নি এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করছেন , যখন কানাডা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং সংযুক্তির হুমকির মুখোমুখি হচ্ছে। শীঘ্রই কানাডায় সাধারণ নির্বাচন হবার সম্ভাবনা রয়েছে। নেতা নির্বাচিত হবার পর কার্নি বলেন, কানাডা অন্ধকার এক সময়ের মুখোমুখি হয়েছে। তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আর আস্থা রাখতে পারছেন না। মার্কিন পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক হার বজায় থাকবে বলে তিনি জানান।
Site Admin | March 10, 2025 11:35 AM
কানাডায় মার্ক কার্নি পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন
