কানাডায়, ভ্যাঙ্কুভারে লাপু লাপু ফিলিপিনো উৎসবে একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এই ঘটনায় নয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ভ্যাঙ্কুভার পুলিশ বিভাগ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এখন তাদের হেফাজতে। তবে এটি কোন জঙ্গী কার্যকলাপ নয়।
ফিলিপাইনের প্রথম জাতীয় বীর লাপু-লাপুকে সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।