কানাডার বিদেশ মন্ত্রী অনিতা আনন্দ আগামীকাল ভারত সফরে আসছেন। বাণিজ্য শক্তি ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিদেশ মন্ত্রী ডক্টর এস জয় শঙ্কর এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিনিয়োগ ও চাকরি সৃষ্টির উদ্দেশ্যে মুম্বাইয়ের শিল্প মহলের নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলবেন আনিতা আনান্দ।
ভারত- কানাডা সম্পর্ক পুনরুজ্জীবনে উদ্যোগের অঙ্গ হিসেবেই এই সফর। এর ফলে কানাডার ভারত প্রশান্ত মহাসাগরীয় পরিকল্পনা আরো শক্তিশালী হবে। ভারত সফর সেরে কানাডার বিদেশমন্ত্রী সিঙ্গাপুর ও চীন সফর করবেন।