কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজনতুন দিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরসঙ্গে সাক্ষাৎ করেছেন। শ্রী মোদী, তাঁকে অভ্যর্থনা জানান ও বলেন, ভারত কানাডা কৌশলগতঅংশীদারিত্বে তাঁর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি গত জুনে জি সেভেন বৈঠকে তাঁর সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গেফলপ্রসূ বৈঠকের কথা তুলে ধরেন।
Site Admin | October 13, 2025 10:07 PM
কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ নতুন দিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।