কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ তিন দিনের সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে পৌঁছবেন। আগামীকাল বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিয়ূষ গোয়েলের সঙ্গেও সাক্ষাতের কর্মসূচি রয়েছে তাঁর। 
সফরকালে অনিতা আনন্দ মুম্বাই যাবেন। কানাডা এবং ভারতের মধ্যে বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক সুযোগ সুবিধার বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করবেন।
Site Admin | October 12, 2025 6:01 PM
কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ তিন দিনের সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে পৌঁছবেন।