কানাডার প্রাথমিকনির্বাচনী ফলাফলে মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি, আসন সংখ্যা এবং ভোট শতাংশ উভয়ে নিরিখেই এগিয়ে রয়েছে। আটলান্টিক প্রদেশ গুলিতে নির্বাচন পর্ব শেষ হয়েছে। ব্রিটিশ কলম্বিয়ায় সকাল সাড়ে সাতটায় চূড়ান্ত ভোট দান কেন্দ্রগুলি বন্ধ হবে। আগেই জানানো হয়েছে,মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ এবং সংযুক্তির আবহে কানাডায় গতকাল ভোট গ্রহণ শুরু হয়। কয়েক মাস আগে জানুয়ারিতে লিবারেলরা কনজারভেটিভ কে ২৩ শতাংশ ভোটে পেছনে ফেলেছিল। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সম্ভাবনা থাকলেও হাউস অফ কমন্সের আসনের ক্ষেত্রে লিবারেলদের হাতে ১৮০ এবং কনজারভেটিভদের ১২৫ টি আসন পাওয়ার সম্ভাবনা। সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে মোট ৩৪৩ টি আসনের মধ্যে জিততে হবে ১৭২ টি আসন।
Site Admin | April 29, 2025 9:02 AM
কানাডার প্রাথমিকনির্বাচনী ফলাফলে মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি, আসন সংখ্যা এবং ভোট শতাংশ উভয়ে নিরিখেই এগিয়ে রয়েছে।
