কানাডার নির্বাচনে লিবারেল পার্টি জয় সুনিশ্চিত করেছে। ফলে মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন। বিরোধী নেতা পিয়েরে পোলিয়েভ্রে পরাজয় স্বীকার করেছেন। হাড্ডাহাড্ডি নির্বাচনে লিবারেল পার্টি ১৬৯টি আসনে এগিয়ে রয়েছে, সংখ্যাগরিষ্ঠতার জন্য মোট ১৭২টি আসনের প্রয়োজন। যদি তারা ১৭২টির কম আসন পায় – যেমনটি তারা ২০২১ সালে জাস্টিন ট্রুডোর অধীনে পেয়েছিল – তবে তাদের অন্যান্য দলের সমর্থন প্রয়োজন হবে।
অন্টারিওর নেপিয়ানে বিজয় ভাষণে, কার্নি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডিয়ানদের ভেঙে দিতে চাইছেন যাতে আমেরিকা তাদের মালিক হতে পাড়ে। মার্ক কার্নি জোর দিয়ে বলেন, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের মোকাবিলা করতে প্রস্তুত।