কাতার ও মিশরের মধ্যস্ততায় হামাস গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে যে তারা রবিবার যুদ্ধবিরতির এই প্রস্তাবে সম্মত হয়েছে। হামাসের এক বরিষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম আশা প্রকাশ করেছেন যে প্যালেস্টাইনের জনগণের ওপর যুদ্ধের এই ধ্বংসযজ্ঞ শীঘ্রই শেষ হবে।
ইসরায়েলের এক সেনা কর্তা সংবাদ সংস্থা সি এন এনকে বলেছেন যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েল হামাসের প্রতিক্রিয়া পেয়েছে।
হামাসের এক নেতা সি এন এনকে বলেছেন যে প্রস্তাবে ১০ জন জীবিত পণবন্দি এবং ১৮ জন নিহতের মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। বিনিময়ে, ইসরায়েল যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১৪০ জন প্যালেস্টিনীয় বন্দী, ১৫ বছরের বেশি মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত ৬০ জন এবং মহিলা ও শিশুদের মুক্তি দেবে।