কাতারের দোহায় ফিডে পুরুষ ও মহিলাদের World Rapid দাবা চ্যাম্পিয়ানশিপে ভারতের অর্জুন এরিগাইসি এবং কোনেরু হাম্পি পুরুষ ও মহিলাদের বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন। ১০ দশমিক পাঁচ পয়েন্ট পেয়ে ম্যাগনাস কার্লসেন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছেন। মহিলা বিভাগে আলেকজান্ড্রা গরিয়াচিকিনা চ্যাম্পিয়ান হয়েছেন।