কাঠুয়ায় মেঘভাঙা বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দিল্লির উপরাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্টে শ্রী শাহ বলেছেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে কেন্দ্রীয় বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরও হাতে হাত মিলিয়ে কাজ করছে। তিনি রাজ্য সরকারকে সবরকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।